বাংলাদেশকে হারিয়ে ১০ বছর পর ওয়ানডে সিরিজ জয় ক্যারিবীয়দের


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ । ১২:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশকে হারিয়ে ১০ বছর পর ওয়ানডে সিরিজ জয় ক্যারিবীয়দের
সংগৃহীত ছবি

দীর্ঘ দশক পর ওয়েস্ট ইন্ডিজের কাছে আবারও ওয়ানডে সিরিজে হারের স্বাদ পেল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শাই হোপের নেতৃত্বে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪৫.৫ ওভারে ২২৭ রানে অলআউট হয়। জবাবে ১৩ ওভার ১ বল হাতে রেখে ৩৬.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় ক্যারিবীয়রা।

ওপেনার ব্রেন্ডন কিং ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন। তার সঙ্গে এভিন লুইস করেন ৪৯ রান এবং কেসি কার্টি যোগ করেন ৪৫ রান। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন, নাহিদ রানা এবং আফিফ হোসেন প্রত্যেকে একটি করে উইকেট নেন।

সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করা বাংলাদেশ এই ম্যাচে ২৩০ রানের কাছাকাছি যেতেই সংগ্রাম করে। দলের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ৬২, তানজিদ তামিম ৪৬ এবং তানজিম হাসান সাকিব ৪৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। বিশেষত অষ্টম উইকেটে রিয়াদ ও তানজিমের ৯২ রানের রেকর্ড জুটি বাংলাদেশের ইনিংসকে ধসের হাত থেকে রক্ষা করে।

ক্যারিবীয় বোলারদের মধ্যে জেইডেন সিলস ছিলেন অসাধারণ। তিনি মাত্র ২২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। গুদাকেশ মোতি দখল করেন ২টি উইকেট।

এই জয়ে ২০১৪ সালের পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারানোর কীর্তি গড়ল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ ম্যাচটি ১২ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১