পৃথিবীজুড়ে রবীন্দ্রসংগীতের এক অনন্য কণ্ঠস্বর, একুশে পদকপ্রাপ্ত গায়িকা পাপিয়া সারোয়ার বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন তিনি, আর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে। গায়িকার বড় বোনের মেয়ে, অভিনেত্রী শম্পা রেজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে ঢাকা শহরের তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাপিয়া সারোয়ার। এর আগে কিছুদিন রাজধানীর বসুন্ধরা এলাকায় অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর দুই মেয়ে, জারা ও জিশান, যারা যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করছেন, মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরেছেন।
বরিশালে জন্মগ্রহণ করা এই গায়িকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে রবীন্দ্রসংগীতে ডিগ্রি অর্জন করেন। সংগীতের প্রতি তাঁর ঝোঁক শুরু হয় ১৯৬৬ সালে ছায়ানটের খ্যাতনামা শিক্ষকদের কাছে শিক্ষালাভের মাধ্যমে।
পাপিয়া সারোয়ার সংগীতজীবনে বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন। ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার, ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ এবং ২০২১ সালে একুশে পদক অর্জন করেন তিনি। তাঁর গাওয়া জনপ্রিয় গান “নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম” আজও শ্রোতাদের হৃদয়ে অমর হয়ে আছে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :