বাংলাদেশের কোনো সিরিজে প্রথমবারের মতো অভিনয় করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। পরিচালক সৈয়দ আহমেদ শাওকী নির্মিত ‘গুলমোহর’ নামের রহস্যময় এই সিরিজটি মুক্তি পাবে নতুন বছরের প্রথম দিকে।
‘গুলমোহর’-এর কাহিনি মূলত একটি পরিবারের ঘটনার চারপাশে আবর্তিত। বাবার মৃত্যুর পর সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে ঘটে একটি অপ্রত্যাশিত ঘটনা, যা পরিবারটির জন্য অনাকাঙ্ক্ষিত পরিণতি বয়ে আনে। সিরিজের গল্প সম্পর্কে বেশি কিছু জানাননি নির্মাতা শাওকী, তবে তিনি জানিয়েছেন, এটি এক ধরনের রহস্যঘেরা ঘটনা যা দর্শকদের চমকে দেবে।
সিরিজটির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। শুধু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি। নির্মাতা শাওকী বলেন, “আমরা সিরিজটির প্রচারের জন্য প্রস্তুত, তবে বছরের শেষ দিকে এসে মনে হচ্ছে ২০২৪ সালে দর্শকদের সামনে ‘গুলমোহর’ আনতে পারব না। তবে নতুন বছরে এটি মুক্তি পাবে, সে ব্যাপারে আশাবাদী।”
নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি আরও জানান, “প্ল্যান করে কাজ করা যায় না, তবে নতুন বছরটি নতুন কাজের দিকে এগিয়ে যাবে। আমি বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি, যা নিয়ে ব্যস্ত থাকব।”
‘গুলমোহর’-এ শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সুষমা সরকার, তবে সিরিজের অন্য অভিনয়শিল্পীদের পরিচয় গোপন রাখা হয়েছে। এটি দেশের একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :