হাইকোর্টের রায়ে বিস্ফোরক মামলায় খালাস পেলেন দুলু


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ । ১:১৬ অপরাহ্ণ
হাইকোর্টের রায়ে বিস্ফোরক মামলায় খালাস পেলেন দুলু
সংগৃহীত ছবি

নাটোরের বিস্ফোরক মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন।

২০০৪ সালের ফেব্রুয়ারিতে নাটোরে ১৮টি বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল। একই ঘটনায় ২০০৭ সালে আরেকটি মামলা দায়ের করা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়।

পরে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে ১২ বছরের কারাদণ্ড এবং অপর ৮৩ জন আসামিকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। এই রায়ের বিরুদ্ধে দুলুসহ ২৮ জন আসামি উচ্চ আদালতে আপিল করেন।

আদালত দীর্ঘ শুনানি শেষে আজ রায় প্রদান করেন, যেখানে দুলুসহ সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১