সাতক্ষীরায় দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন


বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা
ডিসেম্বর ১০, ২০২৪ । ৩:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন
সংগৃহীত ছবি

তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো-এই স্লোগানে সাতক্ষীরায় দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা ও বেলুন ফেস্টুন উড়িয়ে তথ্য মেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম।

এর আগে মেলার মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সচেতন নাগরিক কমিটি সনাকের জেলার সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সকলের” শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন,

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বসুদেব বসু, তথ্য মেলা উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল হামিদ,

ঢাকা টিআইবি কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট কাজী শফিকুর রহমান সহ আরো অনেকে। দু’দিনব্যাপি তথ্য মেলায় সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৩১টি স্টল স্থান পেয়েছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১