লালমনিরহাটে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে পৌর বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত


ফারুক সূর্য, লালমনিরহাট
ডিসেম্বর ১০, ২০২৪ । ১১:৪৩ পূর্বাহ্ণ
লালমনিরহাটে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে পৌর বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বাধীনতার মূল চেতনা-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় লালমনিরহাট জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১নং ওয়ার্ড ভিত্তিক দিক-নির্দেশনামূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয় মাঠে, ১নং ওয়ার্ড পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে যৌথ কর্মীসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান প্রামাণিক মিঠু’র সঞ্চালনায় ও ১নং পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক এঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি’র আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিল ও প্যানেল মেয়র এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেরুল হক জিহাদসহ যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আফজাল হোসেন বলেন, তারেক রহমান দেশবাসীকে বলেছেন তিনি ফ্যামেলি কার্ড চালু করবে। জিয়াউর রহমান যেমন দেশবাসীকে কথা দিয়ে কথা রাখতেন। তারেক রহমানও কথা রাখবেন। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামেলি কার্ডের মাধ্যমে আপনারা বিনামূল্যে চাল, ডাল খাদ্য শস্যসহ আর্থিক সহযোগিতা পাবেন।

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১