সর্বশেষ :

ভারতীয় কোস্টগার্ডের হাতে ৭৯ নাবিকসহ দুটি নৌযান আটক


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ । ৬:৪৫ অপরাহ্ণ
ভারতীয় কোস্টগার্ডের হাতে ৭৯ নাবিকসহ দুটি নৌযান আটক
সংগৃহীত ছবি

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ নাবিকসহ মাছ ধরার দুটি নৌযানকে আটক করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। নৌযান দুটি হলো এফভি মেঘনা-৫ এবং এফভি লায়লা-২। এফভি মেঘনা-৫ এর মালিক চট্টগ্রামের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড, এবং এফভি লায়লা-২ এর মালিক এস আর ফিশিং।

জাহাজ দুটি সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনার হিরণ পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে আটক করা হয় বলে নৌযানের মালিকপক্ষ নিশ্চিত করেছে।

সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক জানান, “জাহাজের নাবিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সর্বশেষ খবরে জানা গেছে, নৌযান দুটি ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।”

এ বিষয়ে নৌপরিবহন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, “জাহাজ দুটি ভারতের সমুদ্রসীমার কাছ থেকে আটক করা হয়েছে। আমরা বিষয়টি গভীর নজরদারিতে রেখেছি এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।”

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, “বিষয়টি আমরা জানি এবং এ নিয়ে খোঁজখবর নিচ্ছি।”

বাংলাদেশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১