মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন এবং বীর বিক্রম শহীদ মহিবুল্লাহর ৫৩তম শাহাদাত বার্ষিকী মঙ্গলবার (১০ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে।
খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর এ কে এম জাকির হোসেন শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁদের প্রতি গার্ড অব অনার প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সকল মসজিদে মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় খুলনা নৌ অঞ্চলের কর্মকর্তা ও নৌ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :