সর্বশেষ :

বিশ্ব ইজতেমা উপলক্ষে ১৪ দেশের নাগরিকদের ভিসা প্রসেসিংয়ে বাড়তি সতর্কতা


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ । ৬:৩৩ অপরাহ্ণ
বিশ্ব ইজতেমা উপলক্ষে ১৪ দেশের নাগরিকদের ভিসা প্রসেসিংয়ে বাড়তি সতর্কতা
সংগৃহীত ছবি

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪ দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এই বিষয়ে বিদেশে থাকা বাংলাদেশের মিশনগুলোতে ইতোমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিজ ফাতেমার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন এবং ইসরায়েলের আবেদনকারীদের নথিপত্র যাচাই-বাছাই করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে ভিসা দেওয়া হবে।

গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় আরও জানানো হয়, সব বিদেশি মেহমানের তালিকা, তাদের নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ, পাসপোর্টের ইস্যু ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রাসঙ্গিক তথ্য ২০ ডিসেম্বরের মধ্যে তাবলিগ জামায়াত বাংলাদেশ কর্তৃক সরবরাহ করতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীরা গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন। একই স্থানে দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি, যা আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১