পুলিশ বাহিনীর মর্যাদা সংকটে পড়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, শেখ হাসিনার সরকারের আমলে পুলিশের পরিস্থিতি অত্যন্ত বিতর্কিত হয়ে উঠেছে। তাই, দলটি একটি পুলিশ কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান হাফিজউদ্দিন। তিনি বলেন, চলতি বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে জনগণের সমর্থন নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যারা পুলিশের সংস্কারের জন্য একটি কমিশন গঠন করেছে। যদিও তারা বিএনপির কাছ থেকে কোনো সুপারিশ বা প্রস্তাবনা চায়নি, তবুও বিএনপি একটি প্রস্তাব প্রস্তুত করেছে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনপির প্রস্তাবনায় বলা হয়, পুলিশের উন্নয়ন এবং বাহিনীর কর্মক্ষমতা বাড়ানোর জন্য একটি বিশেষ কমিশন গঠন করা জরুরি। কমিশনটি পুলিশের আচরণকে জনবান্ধব ও গ্রহণযোগ্য করার জন্য, বাহিনীর কল্যাণ ও উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি আইন ও বিধি প্রণয়নের কাজ করবে। এছাড়া, বাহিনীর প্রশিক্ষণ, আইনের প্রয়োগ এবং আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমের জন্য নির্দেশনা প্রদান করা হবে।
প্রস্তাবনা অনুযায়ী, পুলিশ কমিশনের চেয়ারম্যান হবেন স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান, অথবা সংসদ না থাকলে উচ্চ আদালতের একজন বিচারপতি। এই কমিশনে সদস্য হিসেবে থাকবেন সরকারি দলের দুই সংসদ সদস্য, বিরোধী দলের এক সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এক আইনজীবী, সমাজের বিশিষ্ট দুটি নাগরিক এবং স্বরাষ্ট্র সচিবের মনোনীত একজন অতিরিক্ত সচিব। পুলিশের আইজিপি মনোনীত একজন অ্যাডিশনাল আইজি হবেন সদস্য সচিব।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুমসহ অন্যান্য নেতারা।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :