দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএসের বিক্ষোভ মিছিল


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ । ৪:১৩ অপরাহ্ণ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএসের বিক্ষোভ মিছিল
সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেছে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। ১০ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২টার পর চাণক্যপুরী থানার তিন মূর্তি চক থেকে এই মিছিল শুরু হয়। বিক্ষোভকারীরা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ এনে প্রতিবাদ জানায়।

বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানান, মিছিলে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ অংশ নিয়েছে, তাদের মধ্যে বিভিন্ন বয়সী পুরুষ ও নারী রয়েছে। যদিও মিছিলকারীদেরকে বাংলাদেশ হাইকমিশনে পৌঁছাতে দেওয়া হবে কিনা, তা নিশ্চিত নয়, কারণ রাস্তায় ব্যারিকেড রয়েছে।

বিক্ষোভকারীদের হাতে প্ল্যাকার্ড ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন’, ‘বাংলাদেশ, একাত্তর মনে করো, জুলুমবাজি বন্ধ করো’, ‘সেভ বাংলাদেশি হিন্দুজ’ ইত্যাদি স্লোগান। এটি গত এক দশকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রথমবারের মতো অনুষ্ঠিত এমন বড় বিক্ষোভ।

আরএসএসের দিল্লি শাখার গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহপ্রধান রজনীশ জিন্দাল ৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই বিক্ষোভের আয়োজন করা হয়, যেখানে ২০০টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

তারা বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি জাতিসংঘ, জাতিসংঘ মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে একই স্মারকলিপি পাঠানোর কথা জানিয়েছেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১