দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৩ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩২ জনে এবং এ বছর মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৭ হাজার ১৫৯ জন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৯ জন, চট্টগ্রামে ৫৭ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ১০৩ জন, ঢাকা উত্তরে ৮৪ জন, দক্ষিণে ৮২ জন, খুলনায় ৪২ জন, রাজশাহীতে ৪০ জন, ময়মনসিংহে ১২ জন এবং রংপুরে ৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। মৃত্যুর মধ্যে ৫১ দশমিক ৫০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৫০ শতাংশ পুরুষ।
ডেঙ্গুর প্রকোপ প্রতি বছর বর্ষাকালে বৃদ্ধি পায়। তবে ২০২৩ সালের জুন থেকে এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর এ রোগে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। এটি দেশের ইতিহাসে ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :