সর্বশেষ :

চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত 


আফছার, চট্টগ্রাম
ডিসেম্বর ১০, ২০২৪ । ৭:০১ অপরাহ্ণ
চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত 
সংগৃহীত ছবি
১০ ডিসেম্বর ২০২৪ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। এতে মানবাধিকার রক্ষায় সমাজের প্রতিটি স্তরে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শিব্বির আহমেদ ওসমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন মজুমদার এর সভাপতিত্বে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহ সভাপতি নাসির উদ্দিন নিরব।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনির হোসেন,  সাংগঠনিক সম্পাদক এম এ নাইম,প্রচার সম্পাদক নুরুল আফছার,অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পদ নুরুল আহাদ, প্রেস সম্পাদক পঙ্কজ বড়ুয়া,আন্তর্জাতিক সম্পাদক সোনিয়া আক্তার,
সহপ্রচার সম্পাদক কায়সার হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ পাটোয়ারীসহ অনেকে। চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সহ পাহাড়তলী থানা কমিটির এক ঝাঁক মালবাধিকার কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিভাগের বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং শিক্ষাবিদরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে সরকারি-বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি শিব্বির আহমেদ ওসমান সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১