ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় একদিনে অন্তত আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আনাদোলু বার্তাসংস্থার সোমবার (৯ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ২৪ ঘণ্টায় হামলায় আরও ৮৪ জন আহত হয়েছেন।
গাজার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি এই আক্রমণে এখন পর্যন্ত ৪৪ হাজার ৭৫০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া লক্ষাধিক মানুষ আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য, শিক্ষা ও আবাসন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের বর্বর হামলার কারণে উপত্যকার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকটে ভুগছেন গাজার জনগণ।
ইসরায়েলি হামলায় গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠন গাজায় ইসরায়েলের এই হামলাকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে।
ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এই পরিস্থিতিতে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :