সর্বশেষ :

খেলার মাঠ দখল করে মাসব্যাপী মেলার প্রস্তুতি


আসাদ, মিরপুর
ডিসেম্বর ১০, ২০২৪ । ৮:৪১ অপরাহ্ণ
খেলার মাঠ দখল করে মাসব্যাপী মেলার প্রস্তুতি
0-4480x2038-0-0#

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার সামনে অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক খেলার মাঠ গোলারটেক মাঠ। এ মাঠেই খেলাধুলা করেই বড় হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জাতীয় টিমের খেলোয়াড় আইচ মোল্লা। বিনোদনের জন্য উঠতি বয়সী তরুণদের এবং বয়স্কদের বিকেল বেলা হাটার অন্যতম পছন্দের এলাকার একমাত্র বড় মাঠটির অর্ধেকেরও বেশি অংশ দখল করে হঠাৎ মাসব্যাপী নগর কৃষি ও কুটির শিল্প বাণিজ্য মেলা ২০২৪ আয়োজন করায় ফুঁসে উঠেছে এলাকার সচেতন জনগণ।

একদিকে মাদকের ভয়াল থাবা অন্যদিকে সুস্থ বিনোদনের অন্তরায় মেলার নামে এমন মাঠ দখল কোনভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। দারুস সালাম থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী পরিচয়ে এম ইমরান হোসেন আয়োজন করেছে এ মেলার।গোলারটেক মাঠের প্রবেশপথেই বিএনপি’র ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাদের ব্যানার ফেস্টুন টাঙ্গানো হয়েছে, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মাকসেদুর রহমান জানেনই না মেলার কথা।

জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন আমি এখনই অফিসার ইনচার্জকে বলে ব্যবস্থা নিচ্ছি। থানার ১০০ গজ দূরে এ মাঠে এক দিকটা দখল করা আছে থানার জব্দকৃত ডাম্পিংয়ের বিভিন্ন যানবাহন। পাশে রাস্তার কাজের জন্য শ্রমিকদের থাকার নির্ধারিত টিনশেড বানিয়ে মাঠের পশ্চিম অংশ দখল। বাকি অংশটুকুতে মেলা আয়োজন যেন মরার উপরে খারার ঘা।

মেলায় বসানো প্রতিটি স্টল থেকে ইতমধ্যে লক্ষ লক্ষ টাকা জামানত হিসেবে গ্রহণ করার কথা ও শোনা যাচ্ছে। কয়েকদিন পরপরই শহীদ বুদ্ধিজীবী, কবরস্থান ও এ মাঠে মাদক বাণিজ্য কে কেন্দ্র করে কিশোর গ্যাঙের উৎপাত ও মারামারির ঘটনা শোনা যায়। বিগত সময় গুলোতে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও ভাবে প্রতিবেদন প্রকাশিত হলেও দৃশ্যমান দৃষ্টান্ত না থাকায় অবহেলিতই রয়ে গেছে ঐতিহাসিক গোলারটেক মাঠ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন এই মাঠকে ঘিরে একটি চক্র নিয়মিতভাবে বিভিন্ন অবৈধ ব্যবসা সহ অনৈতিক কাজকর্ম চালিয়ে আসছে।

সাবেক কৃতি ফুটবলার মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।তবে মেলার যে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন মেলা ২২ তারিখে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক তিনিই উদ্বোধন করবেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১