কাশ্মীরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক সেনা জওয়ান শহিদ
সুজন চক্রবর্তী, ভারত
ডিসেম্বর ১০, ২০২৪ । ৪:১৫ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
ভারত- পাক সীমান্তে রুটিন টহলদারি চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ হলেন ভারতীয় সেনার এক জওয়ান। সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে কাশ্মীরের পুঞ্চ জেলার সাবজিয়ান সেক্টরে। জানা যায়, মৃত ওই জওয়ানের নাম সুব্বাইয়া বারিকুন্টা।
তিনি চেন্নাইয়ের বাসিন্দা ও ভারতীয় সেনার ২৫ আর আর ব্রিগেডের হাবিলদার ছিলেন। সেনা সূত্রে প্রকাশ, প্রতিদিনের ন্যায় রুটিন টহলদারি চলছিল নিয়ন্ত্রণ রেখায়। সেই সময় মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইনে পা পড়ে যায় ওই জওয়ানের। প্রচন্ড বিস্ফোরণের জেরে গুরুতর আহত হন তিনি।
ওই অবস্থায় তাঁর প্রাথমিক চিকিৎসা করা হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই জওয়ানের। এই দুর্ঘটনায় শহিদ জওয়ানের উদ্দেশে শোক প্রকাশ করেছে সেনা। জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) অফ হোয়াইট নাইট কর্পস এর তরফে শহিদ জওয়ানের উদ্দেশে শ্রদ্ধা জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :