আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আইন সহায়তা ফাউন্ডেশন আসফের মানববন্ধন ও র‍্যালি


জাফর ইকবাল তালুকদার,চট্টগ্রাম
ডিসেম্বর ১০, ২০২৪ । ৪:৫৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আইন সহায়তা ফাউন্ডেশন আসফের মানববন্ধন ও র‍্যালি
সংগৃহীত ছবি
১০ ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও র‍্যালির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সঞ্চালনা করেন দিদারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট, সাংবাদিক মোহাম্মদ কামাল পারভেজ। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক কামরুল হুদা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন। বক্তব্য রাখেন সাংবাদিক খোরশেদুল আলম, সাইফুল ইসলাম, দিদারুল আলম, জসিম উদ্দিন রফিক, মোহাম্মদ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।
প্রধান আলোচক কামরুল হুদা বলেন, “গত ১৫ বছরে গুম, হত্যা ও খুনের মাধ্যমে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারকে ধরে এনে বিচার নিশ্চিত করতে হবে।” প্রধান অতিথি মোহাম্মদ কামাল পারভেজ বলেন, “আজকের এই দিনটি অনেককে দেখি ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পালন করতে। সত্যিকার অর্থে তাদেরকে সারা বছর খুঁজেও পাওয়া যায় না।
যারা সত্যিকার অর্থে মানবাধিকার করেন, তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই ধরনের সাইনবোর্ড ব্যবহার করে কেউ যেন এই ধরনের কাজ করতে না পারে, তাদের কাজে হলো মানবাধিকার হনন করা।
শুধু তাই নয়, আমরা আজকেও দেখেছি অনেক ফ্যাসিস্ট সরকারের দোসরকে বিভিন্ন মানবাধিকার সংগঠনের ব্যানারে দাঁড়িয়ে মানববন্ধন করতে। অবশ্যই সকলকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি। তারা যেন নতুন রূপে অন্য কোথাও গিয়ে দাঁড়াতে না পারে।”

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১