আদমদীঘিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
প্রদীপ প্রামানিক, আদমদীঘি
ডিসেম্বর ১০, ২০২৪ । ৫:৪১ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
বগুড়ার আদমদীঘিতে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় মানবাধিকার ইউনিটির আদমদীঘি শাখার আয়োজনে উপজেলার হাজী তাছের আহমেদ মহিলা কলেজ গেটের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে।
এরপর জাতীয় মানবাধিকার ইউনিটির আদমদীঘি শাখার সভাপতি রশিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইদ্রিস আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সদর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আহসান হাবীব তুহিন, ইউনিয়ন যুব জামায়েতের নেতা আতিক, নুর সিদ্দিক ও মুক্তার, সংগঠনের গাজীউল ইসলম, হান্নান আহম্মেদ, আব্দুল গফুর, শাহজান আলী শেখ, আবু সাঈদ, রুহুল আমীন, ডা: আনোয়ার, আবুল কালাম, ফরিদুল ও ফিরোজসহ অনেকেই ।
আপনার মতামত লিখুন :