সর্বশেষ :

সিনেমায় অনুপস্থিতির কারণ জানালেন অপু বিশ্বাস


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৪ । ১২:৫৬ অপরাহ্ণ
সিনেমায় অনুপস্থিতির কারণ জানালেন অপু বিশ্বাস
সংগৃহীত ছবি

বর্তমানে ঢালিউড কুইন অপু বিশ্বাসের সময় কাটছে শোরুম উদ্বোধন, প্রোমোশন, ফটোশুট এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম নিয়ে। সাম্প্রতিক সময়ে ইউটিউব চ্যানেল চালু করে উপস্থাপনাতেও যুক্ত হয়েছেন তিনি। তবে ভক্তদের আকাঙ্ক্ষা একটাই—সিনেমায় তাকে আবার কবে দেখা যাবে?

শেষবার অপুকে বড়পর্দায় দেখা গেছে গত বছর তার প্রযোজিত সরকারি অনুদানের সিনেমা লাল শাড়ি-তে। সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে অভিনীত এই সিনেমা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। এর পর থেকে নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। বরং শোরুম উদ্বোধন ও অন্যান্য অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতে দেখা গেছে।

ভক্তদের মনে জেগেছে প্রশ্ন—সিনেমা কি ছেড়ে দিয়েছেন অপু? সম্প্রতি এক শোরুম উদ্বোধনে এই প্রশ্নের উত্তরে অপু বলেন, “সিনেমা আসলে হচ্ছে কটা? সবসময় আমাকে প্রশ্ন করা হয়, কেন সিনেমা করছি না। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ সিনেমার মান। সিনেমা আমার পরিচয়, তাই সেখানে আমাকে অবশ্যই দেখা যাবে।”

তবে এই সময়টায় শোরুম উদ্বোধন, ফটোশুট, এবং প্রোমোশনের মতো কাজগুলোতে নিজেকে ব্যস্ত রেখেছেন অপু। তার ভাষায়, “আমি অভিনেত্রী এবং পেশাদার মডেল। এ ধরনের কাজও আমার পেশার অংশ। তাই এগুলোতে নিজেকে ব্যস্ত রাখছি।”

একসময়ের ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের অনুরাগীরাও দীর্ঘদিন ধরে তাদের একসঙ্গে দেখার অপেক্ষায়। একসময় শাকিব-অপুর সিনেমা মানেই ছিল হলভর্তি দর্শক। তবে তাদের ব্যক্তিগত সম্পর্কের জটিলতায় সেই দিনগুলো এখন অতীত। শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর একা মা হিসেবে সন্তান জয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন অপু।

যদিও দর্শকদের প্রত্যাশা, একদিন অপু আবার বড়পর্দায় ফিরে এসে প্রমাণ করবেন যে তিনি এখনো ঢালিউডের রানী।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১