সাতক্ষীরা পাটকেলঘাটায় ভূমি কমিশনারের অপসারন দাবীতে বিক্ষোভ


বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা
ডিসেম্বর ৯, ২০২৪ । ৩:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরা পাটকেলঘাটায় ভূমি কমিশনারের অপসারন দাবীতে বিক্ষোভ
সংগৃহীত ছবি

এক দফা একদাবী এসিল্যান্ড কবে যাবে এই স্লোগানকে সামনে রেখে পাটকেলঘাটায় কাঁচা বাজার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষাভ মিছিল হয়েছে। সোমবার সকালে স্থানীয় জনসাধারণের আয়োজনে পাটকেলঘাটা ভূমি কমিশনার কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপি নেতা আনাররুল ইসলাম, শেখ শওকত হোসেন, কৃষকদল নেতা শেখ আব্দুল খালেক, যুবদল নেতা কামরুজ্জামান, উপজেলা মহিলা দলের সহ সভাপতি আফরোজা বেগম প্রমূখ ।

এসময় বক্তরা বলেন, এসিল্যান্ড আল আমিন যোগদান করার পর থেকে সেবা নিতে আসা মানুষের সাথে খারাপ আচরন করেন। বাজারের অবৈধ পেরিফেরি সম্পত্তি বাদ দিয়ে অস্থায়ী বাজার উচ্ছেদ করে গরীব মানুষের পেটে লাথি মারছেন । খাস পেরিফেরি ভুক্ত বন্ধোবোস্তের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসছেন ।

এছাড়া খাস জমি বন্ধোবোস্তে নামে নিরিহ কৃষকদের হয়রানি করে আসছেন প্রতিনিয়ত । সব শেষে অতি দ্রুত দুনীর্তিবাজ এই ভূমি কর্মকর্তার অপসারন দাবী করেন তারা। এবিষয়ে তালা উপজেলার সহকারী ভূমি কমিশনার আব্দুল্লাহ আল আমিন জানান, গত কয়েকদিন ধরে তিনি জলবদ্ধতা নিরসন সহ অবৈধ দখলদারের উচ্ছেদ করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গতকাল তিনি পাটকেলঘাটা নিলিমা ইকোপার্কে উচ্ছেদ অভিযান চালান। এতে ক্ষুব্দ হয়ে স্থানীয় একটি কুচক্রী মহল তাদের ভূল বুঝিয়ে বিক্ষোভ করিয়েছেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১