শীতের চাদরে মোড়ানো দিনাজপুর, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৪ । ১১:২৪ পূর্বাহ্ণ
শীতের চাদরে মোড়ানো দিনাজপুর, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে
সংগৃহীত ছবি

উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে দিনাজপুরের জনপদ। সকাল-বিকেল সর্বত্রই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সোমবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে আছে রাস্তা-ঘাট, মাঠ-ঘাটসহ পুরো এলাকা। সকালবেলা সূর্যের দেখা মিললেও বিকেলের আগেই আকাশ আবার কুয়াশায় মলিন হয়ে যায়। ঠান্ডা বাতাসের কারণে কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের গায়ে জড়াতে হচ্ছে শীতের পোশাক।

জেলার বিভিন্ন রাস্তায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সন্ধ্যার পর থেকে শুরু হওয়া মৃদু হিমেল বাতাস পরদিন সকাল পর্যন্ত শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। জনজীবনে শীতের এ তীব্রতা ধীরে ধীরে আরও প্রকট হয়ে উঠছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১