সর্বশেষ :

লন্ডনে প্রকাশ্যে ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রী-এমপিরা


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৪ । ৪:০৩ অপরাহ্ণ
লন্ডনে প্রকাশ্যে ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রী-এমপিরা
সংগৃহীত ছবি

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার পদত্যাগের পর থেকেই দলটির মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়লেও অনেকেই গ্রেপ্তার হন। তবে এতদিন তাদের অবস্থান অজানা থাকলেও অবশেষে লন্ডনে তাদের কয়েকজনের দেখা মিলেছে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে ভার্চুয়াল একটি সমাবেশে অংশ নেন শেখ হাসিনা। সেখানে উপস্থিত ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং এক মন্ত্রিপরিষদ সচিব। উপস্থিতদের মধ্যে ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবার তাদের প্রকাশ্যে দেখা গেল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। আব্দুর রহমান ছিলেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য, শফিকুর রহমান সিলেট ২ আসনের এবং হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের সংসদ সদস্য। অন্যদিকে, কবির বিন আনোয়ার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনের সময়, তার নেতৃত্বে অন্তত ১,৫৮১ জনকে হত্যার অভিযোগ ওঠে। এছাড়া এই আন্দোলনে প্রায় ৩১ হাজার মানুষ আহত হন, যাদের অনেকেই চিরতরে অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হারিয়েছেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১