রাজস্থানে পিকনিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৩ পড়ুয়ার মৃত্যু
সুজন চক্রবর্তী, ভারত
ডিসেম্বর ৯, ২০২৪ । ১১:০৮ পূর্বাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
পিকনিকে যাওয়ার পথে উল্টে গেল পড়ুয়া বোঝাই বাস রবিবার (৮ ডিসেম্বর ) দুপুরে ভারতের রাজস্থানের রাজসমন্দ জেলায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে প্রাণহানী হয়েছে ৩ শিশুর।
আহত আরও ২৫ জন শিশু। সূত্রে প্রকাশ, রবিবার (৮ ডিসেম্বর ) সকালে রাজস্থান আমেটের মহাত্মা গান্ধী স্কুলের পড়ুয়ারা বাসে চেপে পালির দেসুরির পরশুরাম মহাদেব মন্দিরের কাছে পিকনিকে যাচ্ছিল। বাসে ৬২ জন শিশু ছাড়াও ছিলেন ৬ জন শিক্ষক। কিন্তু দেসুরির কাছাকাছি পৌঁছেই বাধে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ শিশুর।
গুরুতর আহত আরও ২৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। চারভুজা স্টেশন হাউস অফিসার গোবর্ধন সিংহ জানিয়েছেন, মৃত ৩ পড়ুয়ার নাম আরতি, প্রীতি ও অনিতা।
তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দেহগুলির ময়নাতদন্তের পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং রাজ্যপাল হরিভাউ বাগাদে ও।
আপনার মতামত লিখুন :