অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূতদের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে জানান, বৈঠকে বাণিজ্য সেবার প্রসার, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্কের ওপরও আলোকপাত করা হবে।
বৈঠকটি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :