সর্বশেষ :

প্রথমবারের মতো এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৪ । ১২:৫২ অপরাহ্ণ
প্রথমবারের মতো এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) প্রথমবারের মতো উপস্থিত হলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। চলতি বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের প্রস্তুতির ব্যস্ততার মাঝে রোববার (৮ ডিসেম্বর) তার এই আকস্মিক সফর সবাইকে চমকে দেয়।

সন্ধ্যার আগে এফডিসির স্টাডি রুমে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন উপমহাসচিব কবিরুল ইসলাম রানা।

উপমহাসচিব রানা জানান, উপদেষ্টার আগমন সম্পর্কে আগে কোনো তথ্য জানা ছিল না। তবে এফডিসিতে প্রায় বিশ মিনিট অবস্থানকালে তিনি চলচ্চিত্রের বর্তমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। চলচ্চিত্রের উন্নয়নে সরকারের কিছু পদক্ষেপের সার-সংক্ষেপ তুলে ধরে, সবার মতামত গ্রহণের গুরুত্ব আরোপ করেন তিনি।

পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন এ সফরকে ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে বলেন, “তথ্য উপদেষ্টা আমাদের কাছে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চলচ্চিত্র উন্নয়নের প্রস্তাবনা শুনেছেন এবং ভবিষ্যতে আরও ফলপ্রসূ আলোচনা করবেন বলে আশ্বস্ত করেছেন।”

উল্লেখ্য, এর আগে গত ১৩ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ‘চলচ্চিত্র সার্চ কমিটি’র আহ্বায়ক আল আমিন রাকিব তনয় এফডিসিতে উপস্থিত হয়ে চলচ্চিত্র উন্নয়নে আলোচনা করেন। তার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় উপদেষ্টা নাহিদ ইসলামের এই সফর চলচ্চিত্র উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দেয়।

এফডিসিতে তার উপস্থিতি চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে উচ্ছ্বাস ও আশা তৈরি করেছে। শিগগিরই এই খাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে সবাই প্রত্যাশা করছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১