পঞ্চগড়ে শীতের প্রকোপে বিপর্যস্ত জীবনযাত্রা


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৪ । ১২:৩৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে শীতের প্রকোপে বিপর্যস্ত জীবনযাত্রা
সংগৃহীত ছবি

উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে শীতের প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে রেকর্ডকৃত তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার একই সময়ে রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। গত শনিবার সকাল ৯টায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপে ভোর থেকেই হিমেল বাতাসে বরফের অনুভূতি হচ্ছে।

গ্রামের হতদরিদ্র মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। দিনের বেলায় সূর্যের রক্তিম আভা থাকলেও ঝিরঝিরে হিমেল বাতাসে শীতের তীব্রতা কমছে না। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না, তবে নিম্ন আয়ের মানুষ জীবিকার তাগিদে কাজ করছেন। পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর এবং সবজি চাষিদের কাজে যেতে দেখা গেছে।

শীতজনিত রোগের প্রকোপ বাড়ায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীত থেকে সুরক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

প্রকৃতির এই রূপে পঞ্চগড়ের মানুষ শীতের সঙ্গে লড়াই করে জীবিকা নির্বাহে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে স্বাস্থ্য সচেতনতা এবং সহায়তার মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১