সর্বশেষ :

জাতীয় ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য রানী হামিদকে বেগম রোকেয়া পদক প্রদান


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৪ । ৪:০৬ অপরাহ্ণ
জাতীয় ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য রানী হামিদকে বেগম রোকেয়া পদক প্রদান
সংগৃহীত ছবি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর বেগম রোকেয়া পদক প্রদান করা হয়।

এবছর (২০২৪) জাতীয় ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা পেয়েছেন কিংবদন্তি দাবাড়ু ও ‘দাবার রানি’ খ্যাত রানী হামিদ। সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করেন।

তবে রানী হামিদের শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে এই পদক গ্রহণ করেন তার পুত্র, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

এ বছর সমাজ, নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য আরও চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “বেগম রোকেয়ার আদর্শ ও স্মৃতিকে সম্মান জানিয়ে এই পদক প্রদান আমাদের জাতির জন্য গর্বের বিষয়।”

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্মবার্ষিকী এবং ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম রোকেয়ার অবদান এবং তার প্রবর্তিত নারী জাগরণের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১