সর্বশেষ :

চার দিনে বক্সঅফিসে ইতিহাস গড়ল আল্লু-রাশমিকার ‘পুষ্পা টু’


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৪ । ৪:২০ অপরাহ্ণ
চার দিনে বক্সঅফিসে ইতিহাস গড়ল আল্লু-রাশমিকার ‘পুষ্পা টু’
সংগৃহীত ছবি

গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা টু’ বক্সঅফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। প্রথম দিনেই ২৫০ কোটি রুপির বেশি আয় করে চমক দেখানো এই সিনেমা মাত্র চার দিনেই ভারতীয় বক্সঅফিসে ৫০০ কোটির মাইলফলক পেরিয়েছে।

বলিউড মুভি রিভিউজ ডটকম-এর প্রতিবেদন অনুযায়ী, ৮ ডিসেম্বর পর্যন্ত ‘পুষ্পা টু’ আয় করেছে ৫৮৫ কোটি রুপি, যা বিশ্বব্যাপী বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ কোটিতে।

‘পুষ্পা টু’ দুটি ভাষায় মুক্তির প্রথম দিনেই ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম ভারতীয় সিনেমা। এছাড়া, মাত্র চার দিনে প্রায় ৬০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে দ্রুততম সফলতার নজির স্থাপন করেছে সিনেমাটি।

হিন্দি ভাষার সিনেমা হিসেবেও ‘পুষ্পা টু’ নতুন মাইলফলক ছুঁয়েছে। শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তির প্রথম দিন ৬৫ কোটি ৫ লাখ রুপি আয় করে শীর্ষে ছিল। তবে, ‘পুষ্পা টু’র হিন্দি সংস্করণ ৬৭ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়েছে।

পাইরেসি নিয়ে কিছু বিতর্ক দেখা দিলেও, এই অসাধারণ সাফল্যে স্পষ্ট হয়েছে দর্শকদের উন্মাদনা এবং সিনেমাটির জনপ্রিয়তা।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১