সর্বশেষ :

গুজরাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৭ জন নিহত 


সুজন চক্রবর্তী, ভারত  
ডিসেম্বর ৯, ২০২৪ । ৪:৩১ অপরাহ্ণ
গুজরাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৭ জন নিহত 
সংগৃহীত ছবি
ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের গুজরাটে। পরীক্ষা দিতে যাওয়ার পথে মৃত্যু হল ৫ কলেজ পড়ুয়া। ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই ঘটনা। দুর্ঘটনায় দ্বিতীয় গাড়িতে থাকা ২ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে মৃতের সংখ‍্যা ৭ জন। পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার (৯ ডিসেম্বর ) সকাল ৮ টায় এই দুর্ঘটনা ঘটে জুনাগড়ে জোতপুর- বেরাবল হাইওয়েতে।
ভান্ড্রি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে কলেজ পড়ুয়াদের গাড়ি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ভুল লেনে চলে যায়। সেই সময় উল্টো দিক থেকে আসা আর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ২টি গাড়িই কার্যত দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় পড়ুয়াদের গাড়িতে থাকা ৫ জনের মৃত্যু হয়েছে। তাঁরা পরীক্ষা দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
পাশাপাশি অন‍্য একটি গাড়িতে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে তার মধ‍্য থেকে মৃতদেহ বের করতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। ঘটনার পর ৭ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১