ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বর্বর আক্রমণে ৭৪ জন আহত হয়েছেন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় তাদের সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।
গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৭০৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ।
ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ অসংখ্য অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় ২০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
ইসরায়েলের এসব কার্যক্রম আন্তর্জাতিক মহলের নজরে এসেছে। ইতোমধ্যে দেশটি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :