সর্বশেষ :

এশিয়া কাপজয়ী যুবারা আজ রাতে দেশে ফিরছে


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৪ । ১২:৫৯ অপরাহ্ণ
এশিয়া কাপজয়ী যুবারা আজ রাতে দেশে ফিরছে
সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের বিপক্ষে অসাধারণ জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ফাইনালে ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে জুনিয়র টাইগাররা।

সোমবার (৯ ডিসেম্বর) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে এই চ্যাম্পিয়ন দল। তাদের অভ্যর্থনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে সংবর্ধনা ও ডিনারের। এছাড়া বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে খেলোয়াড়দের জন্য পুরস্কারের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

যুবারা দেশের হয়ে এমন অসামান্য সাফল্য অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের অনূর্ধ্ব-১৯ টিমকে অভিনন্দন। দারুণ করেছো, ছেলেরা। মাশাআল্লাহ।”

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ফেসবুকে এক পোস্টে বলেছেন, “অভিনন্দন যুবারা… তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর…”

জুনিয়র টাইগারদের এমন সাফল্যে গোটা দেশ উচ্ছ্বসিত। এ জয় শুধু ক্রিকেট নয়, বাংলাদেশের তরুণ প্রজন্মের আত্মবিশ্বাসকেও উজ্জীবিত করবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১