সর্বশেষ :

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৪ । ১২:০৯ অপরাহ্ণ
এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা
সংগৃহীত ছবি

১৯৩৯ সালের ক্লাসিক চলচ্চিত্র ‘দ্য উইজার্ড অব দ্য ওজ’-এ ব্যবহৃত অভিনেত্রী জুডি গারল্যান্ডের বিখ্যাত লাল জুতো জোড়া সম্প্রতি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ২ কোটি ৮০ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৫ কোটি টাকা) বিক্রি হওয়া এই জুতোজোড়াকে হলিউড স্মৃতিচিহ্নের ‘হলি গ্রেইল’ হিসেবে উল্লেখ করেছে নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন।

জুতোর ঐতিহাসিক গুরুত্ব
চলচ্চিত্রটিতে জুডি গারল্যান্ড, মাত্র ১৬ বছর বয়সে ডরোথি চরিত্রে অভিনয় করেছিলেন। তার লাল রঙের এই জুতোজোড়া ছিল চুমকি খচিত এবং গল্পের মূল অংশে বিশেষ ভূমিকা পালন করেছিল। চলচ্চিত্রের আইকনিক মুহূর্তে ডরোথি এই জুতো পায়ে তিনবার গোড়ালি ঠুকিয়ে জাদুর দেশ ওজ থেকে নিজের বাড়ি ক্যানসাসে ফিরে আসেন।

মূলত ১৯০০ সালে লেখা ফ্রাঙ্ক বমের বই ‘দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব ওজ’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত চলচ্চিত্রে, বইয়ের রুপার জুতোর পরিবর্তে লাল রঙের চুমকিযুক্ত জুতো ব্যবহার করা হয়। বর্তমানে এই জুতোজোড়ার মধ্যে মাত্র চার জোড়া টিকে আছে, যার মধ্যে একটি স্মিথসোনিয়ানের ন্যাশনাল মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে।

অপরাধ এবং উদ্ধার অভিযান
এই জুতোজোড়া ২০০৫ সালে মিনেসোটার জুডি গারল্যান্ড মিউজিয়াম থেকে চুরি হয়েছিল। চোর টেরি জন মার্টিন এটি চুরি করলেও পরে জানতে পারেন যে জুতোর চুমকিগুলো কাঁচের তৈরি। হতাশ হয়ে তিনি এটি অন্য একজনকে দিয়ে দেন। দীর্ঘ ১৩ বছর পর, ২০১৮ সালে এফবিআই একটি বিশেষ অভিযানে এটি উদ্ধার করে।

রেকর্ডমূল্যে বিক্রি
নিলামের আগে এই জুতোর মূল্য ৩০ লাখ ডলার পর্যন্ত উঠবে বলে ধারণা করা হলেও, চূড়ান্ত বিক্রয়মূল্য পূর্বাভাস ছাড়িয়ে যায়। ডালাসে আয়োজিত নিলামে বিজয়ীর নাম প্রকাশ না করলেও, নিলাম কক্ষে উপস্থিত সবাই করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।

কাকতালীয়ভাবে, ‘দ্য উইজার্ড অব ওজ’-এর প্রিক্যুয়েল ‘উইকেড’ সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়ায় এই জুতোর প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। সব মিলিয়ে, সিনেমার ইতিহাসে স্মৃতিচিহ্ন হিসেবে এই জুতো নিজের আলাদা এক বিশেষ স্থান করে নিয়েছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১