ঈশ্বরদীতে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৪ । ৫:১৭ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পাবনার ঈশ্বরদীতে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহমুদুল কবীর মুরাদ যুগ্মসচিব সদস্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহেদী হাসান রিফাত এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোহেলুর রহমান খান যুগ্মসচিব খাদ্য মন্ত্রণালয়, সাইফুল আজম খান অধ্যক্ষ এগ্রিকালচার ট্রেনিং ইনিস্টিউট ঈশ্বরদী, নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিনিয়র কনসালট্রেন্ট আইয়ুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচারণা দরকার। এ জন্য খাদ্য উৎপাদনকারী ছোট বড় সকল প্রতিষ্ঠানে গিয়ে তাদেরকে অবহিত করতে হবে। নিরাপদ খাদ্য সকলের ক্ষেত্রে অত্যন্ত জরুরী।
প্রয়োজনে আরো জনসচেতনতা বাড়াতে হবে এবং অভিযান চলমান রাখতে হবে। কর্মশালায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এ সময় নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণনের বিভিন্ন পদ্ধতি ও নিরাপদ খাদ্য আইন নিয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :