সর্বশেষ :

ঈশ্বরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত 


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৪ । ৫:৪৩ অপরাহ্ণ
ঈশ্বরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত 
সংগৃহীত ছবি
পাবনার ঈশ্বরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মূল স্লোগান রুখবো দূ্র্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ‍সুবীর কুমার দাশ।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নওশাদ আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ শিক্ষার্থী হাবীবা সুলতানা, আলিফা খাতুন।
 সভায় বক্তারা বলেন, দূর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দূর্নীতি বিরোধী শিক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানকে ভূমিকা রাখতে হবে। দেশে দূর্নীতি প্রতিরোধ করতে পারলে উন্নয়ন তরান্বিত হবে বলেও বলেন বক্তারা।
এর আগে সকাল ৯টায় জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করেন অতিথিরা।

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১