নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মনিরুজ্জামান, সোনাইমুড়ী
ডিসেম্বর ৮, ২০২৪ । ৩:২৮ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ২ নং মদনা ইউনিয়নের স্কুল মাঠে, নদনা অনূর্ধ্ব ১৯ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হযেছে। উক্ত ফাইনাল খেলায় মুখোমুখি হন, নদনা মাঠ একাদশ বনাম সোনাইমুড়ী ফুটবল একাদশ।
গতকাল রাত ৯ ঘটিকার সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন সানি।
প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদক ও রিল্যাক্স গ্রুপের চেয়ারম্যান, জাবেদ আলম কিরণ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সোনাইমুড়ী উপজেলার ক্রিয়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, আব্দুর রহমান। বিশিষ্ট ক্রীড়া সংগঠক, নুরুল হক। বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিয়া সংগঠক, কামাল হোসেন। বিশিষ্ট সমাজসেবক ও ক্রিয়া সংগঠক ওসমান গনি রাজ। বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক, তোফায়েল আহমেদ। সোনাইমুড়ি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক,জসীমউদ্দীন।
সোনাইমুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক ওমর শরীফ সোহাগ। সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সোনাইমুড়ী ফুটবল একাদশ ও নদনা একাদশ নির্ধারিত সময়ে কেউ কাউকে গোল দিতে না পারায় অতিরক্ত সময়ে ট্রাইবেকারে নদনা একাদশ সোনাইমুড়ী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হাওয়ার গৌরব অর্জন করেন।
ট্রফি বিতরণ কালে উপস্থিত অতিথিবৃন্দ বলেন।অত্যান্ত আনন্দ গর্ভের সাথে বলতে হয়, এযাবতকাল যত টুর্নামেন্ট হয়েছে সকল টুর্নামেন্টের সেরা এই নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট। অত্যন্ত সুশৃংখল ভাবে টুর্নামেন্টটি শেষ দিতে পেরেছি। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আমরা সকল দলের টিম ম্যানাজার ও খেলোয়ারদের কাছ থেকে অত্যান্ত দিড়তা ও নিষ্ঠা পেয়েছি বলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া টুর্নামেন্ট শেষ দিতে পেরেছি। ইনশাআল্লাহ আগামীতেও সকলের সহযোগিতা পেলে এমন টুর্নামেন্ট আবারো উপহার দিতে পারব।
আপনার মতামত লিখুন :