নতুন গানের ব্যস্ততায় সরব সালমা


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৪ । ১:০৬ অপরাহ্ণ
নতুন গানের ব্যস্ততায় সরব সালমা
সংগৃহীত ছবি

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা তার সুরেলা কণ্ঠ দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন বহুদিন ধরে। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পী বর্তমানে একাধিক নতুন গানের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর পাশাপাশি নিয়মিত স্টেজ শোতেও অংশ নিচ্ছেন তিনি।

প্রতি মাসেই নতুন গান প্রকাশ করছেন সালমা। শুধু কণ্ঠ দেওয়াই নয়, গানের ভিডিওতেও সরব উপস্থিতি দেখা যাচ্ছে তার। সম্প্রতি তিনি চারটি গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। গানগুলোর রেকর্ডিং আগেই সম্পন্ন হয়েছে। ভিডিও সম্পাদনার কাজ শেষ হলে ধারাবাহিকভাবে গানগুলো মুক্তি পাবে।

শুটিং প্রসঙ্গে সালমা বলেন, “খুব প্রয়োজন না হলে শুটিং করতে চাই না, কারণ এতে অনেক পরিশ্রম করতে হয়। বাইরে রোদে কাজ করার অভিজ্ঞতা খুব কঠিন। যারা শুটিংয়ে কাজ করেন, তারা কতটা পরিশ্রম করেন, তা এমন পরিস্থিতিতে বোঝা যায়।”

তবে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী অনেক সময় গানের ভিডিওতে তার উপস্থিতি নিশ্চিত করতে হয়। এ বিষয়ে সালমা বলেন, “প্রযোজনা প্রতিষ্ঠান চায় শিল্পীর উপস্থিতি। এতে গানের বাণিজ্যিক দিক বিবেচনা করতে হয় আমাদের।”

সম্প্রতি সালমা আরও দুটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। গানগুলোর শিরোনাম ‘একমাত্র ঠিকানা’ এবং ‘ভালোবাসার মূল্য দিলানা’। গানগুলোর কথা ও সুর করেছেন মামুন আফনান রুমি, সংগীতায়োজন করেছেন এস ডি সাগর। আলাদা আলাদা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গান দুটি প্রকাশিত হবে।

গান ও ভিডিওতে এমন নিরন্তর ব্যস্ততা সালমার সংগীত জীবনের নতুন অধ্যায়ে নতুন রং যোগ করেছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১