সর্বশেষ :

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন জলি, ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘ডেঞ্জার জোন’


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৪ । ৩:৫১ অপরাহ্ণ
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন জলি, ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘ডেঞ্জার জোন’
সংগৃহীত ছবি

দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও পর্দায় ফিরছেন চিত্রনায়িকা জলি। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ডেঞ্জার জোন’। সিনেমাটি পরিচালনা করেছেন বেলাল সানী। এতে জলির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি।

সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হলেও মুক্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। সম্প্রতি এর পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্মাতা।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জলি বলেন, “সপ্তাহখানেক আগে জানলাম সিনেমাটি মুক্তি পাচ্ছে। খবরে খুবই আনন্দিত। দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছি। আশা করছি, দর্শক নিরাশ হবেন না।”

জলি আরও জানান, এরই মধ্যে একটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন, যা শিগগিরই মুক্তি পেতে পারে। পাশাপাশি নতুন কিছু প্রজেক্ট নিয়েও কথাবার্তা চলছে।

প্রসঙ্গত, ‘ডেঞ্জার জোন’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধলেন বাপ্পি ও জলি। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম ও রাজু সরকার।

উল্লেখ্য, জলিকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায়। এরপর দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে ছিলেন তিনি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা সক্রিয় ছিলেন না। তাই তার প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা দেখা যাচ্ছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১