ভার্সেটাইল অভিনেতা আফরান নিশো, যিনি নিজের প্রতিভা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। ১৯৮০ সালের ৮ ডিসেম্বর টাঙ্গাইলে জন্ম নেওয়া নিশোর শৈশবের বড় অংশ কেটেছে ঢাকায়। প্রকৃত নাম আহম্মেদ ফজলে রাব্বি হলেও, নামের আদ্যাক্ষর থেকে ‘আফরান নিশো’ নামটি পেয়েছেন তিনি।
কখনো ভবঘুরে, কখনো রাজাকার, আবার কখনো গোয়েন্দা কিংবা জোকার—প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে নিশো প্রমাণ করেছেন তার অভিনয় দক্ষতা। ক্যারিয়ারের শুরুর দিকে মডেলিংয়ে মনোযোগী ছিলেন। ২০০০ সালে একটি বুটিক হাউসের মডেল হিসেবে কাজ করার প্রস্তাব পাওয়ার পর তিনি পা রাখেন শোবিজ দুনিয়ায়। ২০০৩ সালে প্রথম টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। এরপর গাজী রাকায়েতের পরিচালনায় ‘ঘরছাড়া’ নাটক দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে তার।
তবে শুরুটা খুব সহজ ছিল না। নিশো মনে করেন, মানুষের একটি কথাই তার জীবন বদলে দিয়েছে। অনেকে বলত, মডেলরা ভালো অভিনেতা হতে পারে না। এই মন্তব্যই তাকে জেদি করে তোলে। নাটকে মনোযোগী হয়ে কাজ শুরু করেন তিনি, যা তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।
২০২৩ সালে নিশো বড় পর্দায় অভিষেক করেন ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে। প্রথম ছবিতেই বাজিমাত করে প্রমাণ করেন, তিনি শুধু ছোট পর্দায় নয়, বড় পর্দায়ও নিজের দক্ষতার ছাপ রাখতে সক্ষম। প্রতি বছর একাধিক সিনেমায় কাজ করার পরিকল্পনা জানিয়েছেন এই অভিনেতা।
ব্যক্তিজীবনে স্ত্রী ও সন্তান ‘নির্ভান’কে নিয়ে সুখী নিশো বলেন, অভিনয়ই তার একমাত্র পরিচয় এবং ভালোবাসা। এই ভালোবাসা নিয়েই বহুদূর এগিয়ে যেতে চান তিনি। অভিনয়ের প্রতি তার এই অগাধ প্রেম এবং জেদই তাকে আজকের সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :