আসন্ন ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী চলবে এ মেলা। গণঅভ্যুত্থানের স্মৃতিকে সামনে রেখে এবারের মেলায় শহীদদের সম্মান জানাতে বিশেষ থিম এবং আয়োজন রাখা হয়েছে। মেলা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও পরিচালক বিবেক সরকার এ তথ্য জানান।
এবারের মেলায় নতুনত্ব হিসেবে প্রথমবারের মতো টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে অনলাইনে। মোবাইল অ্যাপের মাধ্যমে কিউআর কোড ব্যবহার করে দর্শনার্থীরা সহজেই মেলায় প্রবেশ করতে পারবেন। সশরীরে টিকিট কেনার ব্যবস্থাও থাকছে।
মেলার বিশেষ আয়োজন:
টিকিট মূল্য ও পরিবহন:
গত বছরের মতো এ বছরও মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। দর্শনার্থীদের সুবিধার্থে কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মেলা পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।
আন্তর্জাতিক অংশগ্রহণ:
এবারের মেলায় ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, এবং সিঙ্গাপুরের প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে। মোট ৩৫০টি স্টল নিয়ে সাজানো হবে মেলা প্রাঙ্গণ।
নিরাপত্তা ও পার্কিং:
মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে। থাকবে মোবাইল কোর্টও। দর্শনার্থীদের সুবিধার্থে বৃহৎ পরিসরে পার্কিং ব্যবস্থাও রাখা হয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে এবার মেলায় নতুনত্ব ও স্মৃতিচারণের ছোঁয়া দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :