পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাখা সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি এস এম ফরহাদ এ ঘটনায় প্রতিবাদ জানান।
বিবৃতিতে সাদিক কায়েম বলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যা মানবাধিকারের চরম লঙ্ঘন। কিন্তু গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গত দেড় দশকে বিএসএফ প্রায় ছয় শতাধিক বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করেছে। এ ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর স্পষ্ট আঘাত।”
ঢাবি শিবির সেক্রেটারি এস এম ফরহাদ বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এদেশের ছাত্রসমাজ আপসহীন ভূমিকা পালন করবে। ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে দেশের জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ তারই উদাহরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন হলে শিক্ষার্থীদের প্রতিবাদও এই ঐক্যের প্রতিফলন।”
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জোর দাবি করা হয়।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :