দশ দিনের সফরে গত শনিবার (৩০ নভেম্বর) লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন এবং সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন। এই বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি, নির্বাচনী রোডম্যাপ এবং দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিএনপি সূত্রে জানা যায়, বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচনী রোডম্যাপ আদায়, রাষ্ট্রকাঠামো সংস্কারে ৩১ দফা রূপরেখার কার্যকর প্রচারণা, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা এবং তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় হয়েছে।
বিএনপি নেতাদের মতে, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হলো জনগণের ভোটাধিকারের মালিকানা ফিরিয়ে দেওয়া। তবে, তারা এও স্পষ্ট করেছেন যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই তারা চায়। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারে সহযোগিতা করছি এবং দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছি। ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা না হলে আন্দোলনের পথে যেতে হতে পারে।”
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, দল নির্বাচিত সরকারের হাতে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দ্রুত হস্তান্তর চায়। এ লক্ষ্য অর্জনে বিএনপি বিভিন্ন কৌশলগত পদক্ষেপ নিচ্ছে।
উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তবে, এখনো পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়নি। এমন পরিস্থিতিতে করণীয় নির্ধারণে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :