সর্বশেষ :

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিরোপা উৎসর্গ করলো রংপুর রাইডার্স


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৪ । ১:০৩ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিরোপা উৎসর্গ করলো রংপুর রাইডার্স
সংগৃহীত ছবি

পর্দা নামলো গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী আসরের। গত ২৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় শুরু হওয়া এই টুর্নামেন্টের শেষ অধ্যায় রচিত হয় শনিবার (৭ ডিসেম্বর)। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় রংপুর রাইডার্স এবং ভিক্টোরিয়া। চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক আসরের চ্যাম্পিয়ন হয় রংপুর।

জয়ের পর রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান তাদের শিরোপা উৎসর্গ করেন গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানো শহীদদের উদ্দেশ্যে। ম্যাচ শেষে সোহান বলেন, “আমাদের দেশে অনেক নিরীহ মানুষ এই আন্দোলনের সময় মারা গেছেন। এই জয় আমি তাদের স্মরণে উৎসর্গ করছি।”

ফাইনালে প্রথমে ব্যাট করে রংপুর রাইডার্স তুলে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর। জবাবে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া অলআউট হয় মাত্র ১২২ রানে, ১১ বল হাতে রেখেই। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্সের এই অর্জন দেশের ক্রিকেট ভক্তদের জন্য এক গৌরবময় অধ্যায়।

উল্লেখ্য, গ্লোবাল সুপার লিগে বিশ্বের পাঁচটি শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করে। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের পরিবর্তে এই আসরে অংশ নেয় রংপুর রাইডার্স। টুর্নামেন্টের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১