টোনার ব্যবহারে ভুল ধারণা দূর করে ত্বকচর্চা আরও কার্যকর করুন
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৪ । ১০:৩৭ পূর্বাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
ত্বকের যত্নে ক্লিনজিং, টোনিং, ও ময়েশ্চারাইজিং—এই তিন ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, টোনার ব্যবহারে ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরে আসে এবং ত্বক হয় আরও স্বাস্থ্যোজ্জ্বল। তবে টোনার সম্পর্কে অনেকের মধ্যেই বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। এগুলো দূর করে সঠিক পদ্ধতিতে টোনার ব্যবহার করলে ত্বকচর্চার ফলাফল হতে পারে অনেক বেশি কার্যকর।
ভুল ধারণাগুলো এবং সঠিক তথ্য:
- টোনার ক্লিনজারের বিকল্প নয়:
অনেকে মনে করেন, ক্লিনজারের পরিবর্তে টোনার ব্যবহার করা যায়। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। ক্লিনজিংয়ের পর ত্বকে জমে থাকা ব্যাকটেরিয়া, অতিরিক্ত তেল, ও মৃত কোষ দূর করতে টোনার প্রয়োজন। তবে টোনার কখনোই ক্লিনজারের ভূমিকা পালন করতে পারে না।
- স্পর্শকাতর ত্বকেও টোনার ব্যবহার সম্ভব:
স্পর্শকাতর ত্বকে টোনার ব্যবহার করা উচিত নয়—এটি আরেকটি ভুল ধারণা। এখন বাজারে বিভিন্ন ত্বকের ধরন অনুযায়ী টোনার পাওয়া যায়। তাই সঠিক টোনার নির্বাচন করে স্পর্শকাতর ত্বকেও এটি ব্যবহার করা সম্ভব।
- টোনার স্ক্রাবারের বিকল্প নয়:
টোনার শুধু ত্বককে সামান্য ঔজ্জ্বল্য ফিরিয়ে দিতে পারে, কিন্তু এটি স্ক্রাবারের মতো ত্বকের মৃত কোষ পুরোপুরি দূর করতে পারে না। তাই স্ক্রাবারের প্রয়োজনীয়তা অগ্রাহ্য করা উচিত নয়।
- টোনার ব্যবহারে ত্বক শুষ্ক হয় না:
অনেকে মনে করেন, টোনার ত্বক শুষ্ক করে ফেলে। এটি সঠিক নয়। টোনারে ব্যবহৃত উপাদান অনুযায়ী এর প্রভাব ভিন্ন হতে পারে। তাই ত্বকের ধরন বুঝে উপযোগী টোনার নির্বাচন করুন।
- ব্রণ কমাতে সাহায্য করে টোনার:
যদিও টোনার সরাসরি ব্রণ বা কালো দাগ দূর করতে পারে না, এটি ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব নিয়ন্ত্রণ করে। ফলে ব্রণ কমানোর ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে।
সঠিকভাবে টোনার ব্যবহারের পরামর্শ:
- ত্বক ধোয়ার পরপরই টোনার ব্যবহার করুন।
- তুলার প্যাড বা মিস্ট বোতলের সাহায্যে টোনার লাগান।
- টোনার লাগানোর পর ধোবেন না। পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
সঠিক ধারণা ও ব্যবহারে টোনার হতে পারে আপনার ত্বকচর্চার গুরুত্বপূর্ণ অংশ। তাই ভুল ধারণা থেকে বের হয়ে ত্বকের যত্নে টোনারকে বন্ধু করে তুলুন।
আপনার মতামত লিখুন :