ভারত সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য চায়: রিজভী


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৪ । ২:৫৮ অপরাহ্ণ
ভারত সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য চায়: রিজভী
ফাইল ছবি

ভারতীয় সংবাদমাধ্যমের কার্যক্রমের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায় ভারত।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, “রিপাবলিক বাংলা টিভি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে নিজেদের দাবি করছে। যদি তারা এমন দাবি করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষও বিহার বা উড়িষ্যার দাবি করবে।”

তিনি আরও উল্লেখ করেন, ভারতের এই আচরণ প্রতিবেশীদের সঙ্গে তাদের দূরত্ব বাড়িয়েছে। “যারা এমন আধিপত্যবাদী মানসিকতা লালন করে, তাদের সঙ্গে কেউ ব্যবসা-বাণিজ্য করতে চায় না। ভারত যদি নিজেদের আচরণে পরিবর্তন না আনে, তাহলে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে তাদের সঙ্গে ব্যবসা করবে কিনা, সেটাও প্রশ্নবিদ্ধ হবে,” বলেন তিনি।

রিজভী অভিযোগ করেন, বাংলাদেশের ওপর ভারতের চাপ প্রয়োগের কৌশল হিসেবে পণ্য রপ্তানি বন্ধের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “ভারত মনে করে, পেঁয়াজ, রসুন বা আদা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে। কিন্তু তাদের ধারণা ভুল। বাংলাদেশ এসব পণ্য নিজেরাই উৎপাদন বা অন্য দেশ থেকে আনতে সক্ষম।”

ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, বাংলাদেশের জনগণ যে সরকার চায়, তা মেনে নিতে পারে না ভারত। এ ছাড়া বাংলাদেশের মানুষের ভারতে চিকিৎসা নিতে যাওয়ার হারও কমে গেছে বলে দাবি করেন তিনি।

“ভারতের হোটেলগুলোতে এখন হাহাকার শুরু হয়েছে। যারা এ ধরনের ঘৃণা লালন করে, তাদের দেশে মানুষও আর যেতে চায় না,” মন্তব্য করেন বিএনপির এই নেতা।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১