বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৫ বছর পূর্ণ করে ২৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বনগাঁতে আয়োজন করা হয় বিশেষ উদযাপন।
গত বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বনগাঁয় কেক কাটার মধ্য দিয়ে এই রজতজয়ন্তী উদযাপন করা হয়।
আয়োজনটি পরিকল্পনা ও বাস্তবায়ন করেন ভোরের চেতনা পত্রিকার ভারতের পেট্রাপোল থানা প্রতিনিধি রাজন মন্ডল।
উৎসবমুখর এই আয়োজন ভোরের চেতনার দীর্ঘ যাত্রাকে স্মরণীয় করে তোলে। অংশগ্রহণকারীরা পত্রিকার সফলতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর আরও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :