বাংলাদেশের এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৪ । ৩:০১ অপরাহ্ণ
বাংলাদেশের এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির
সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের এক ইঞ্চি জমিও কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো আগ্রাসন মেনে নেওয়া হবে না।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত মহানগর জামায়াতের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে।

তিনি বলেন, “দেশবাসী ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।”

পেশিশক্তিমুক্ত ও অবাধ নির্বাচনের দাবিতে তিনি বলেন, “দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে। যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দিতে হবে।”

ক্ষমতায় গেলে দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, “আমাদের সরকার সব ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে। ধর্ম নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি বা বিদ্বেষমূলক আচরণ বরদাস্ত করা হবে না।”

এ সময় পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান তিনি।

মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত এই কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রব ও মো. মোবারক হোসাইন।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাছুম মিয়ার বাবা মুহাম্মদ শাহীন মিয়া সম্মেলনের উদ্বোধন করেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১