ছুটির দিনেও ঢাকার বাতাস বিশ্বের শীর্ষ দূষিতের তালিকায়


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৪ । ১২:৪৮ অপরাহ্ণ
ছুটির দিনেও ঢাকার বাতাস বিশ্বের শীর্ষ দূষিতের তালিকায়
সংগৃহীত ছবি

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও দূষিত বাতাসে শীর্ষে অবস্থান করছে ঢাকা। সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৪২, যা বাতাসের মানকে “খুবই অস্বাস্থ্যকর” বলে নির্দেশ করে।

এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।

তালিকায় ঢাকার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি, যার একিউআই স্কোর ১৯০। একই সঙ্গে পাকিস্তানের করাচি ও লাহোর শহর ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

শুক্রবার ঢাকার সবচেয়ে দূষিত বাতাস রেকর্ড করা হয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। এই এলাকাগুলোর বাতাসে ক্ষুদ্র বস্তুকণা (পিএম২.৫) ও অন্যান্য দূষক উপাদানের মাত্রা অত্যন্ত বেশি।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী- ০-৫০: ভালো, ৫১-১০০: মাঝারি, ১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০: সাধারণ জনগণের জন্য অস্বাস্থ্যকর, ২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর, ৩০১-৪০০: ঝুঁকিপূর্ণ।

ঢাকার ২৪২ স্কোর “খুবই অস্বাস্থ্যকর” ক্যাটাগরিতে পড়েছে, যা শিশু, প্রবীণ এবং অসুস্থদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

বায়ুদূষণের এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা নগরবাসীকে ঘরের জানালা বন্ধ রাখা, অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।

বায়ুদূষণ সাধারণত পাঁচটি প্রধান দূষকের ভিত্তিতে নির্ধারণ করা হয়- পিএম১০ ও পিএম২.৫: ক্ষুদ্র বস্তুকণা, এনও২: নাইট্রোজেন ডাই-অক্সাইড, সিও: কার্বন মনোক্সাইড, এসও২: সালফার ডাই-অক্সাইড, ওজোন (ও৩): তলদেশীয় ওজোন।

এই দূষক উপাদানগুলো যানবাহনের কালো ধোঁয়া, শিল্প কারখানার নির্গমন এবং নির্মাণকাজ থেকে নির্গত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, অন্তঃসত্ত্বা নারী, প্রবীণ এবং অসুস্থদের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে। সরকারের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া, যেমন- দূষণের উৎস নিয়ন্ত্রণ এবং গাছপালা বাড়ানো, যাতে ঢাকার বাতাসের মান উন্নত করা যায়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১