সর্বশেষ :

চলে গেলেন কালজয়ী গান ‘এই পদ্মা এই মেঘনা’র স্রষ্টা আবু জাফর


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৪ । ৩:০৫ অপরাহ্ণ
চলে গেলেন কালজয়ী গান ‘এই পদ্মা এই মেঘনা’র স্রষ্টা আবু জাফর
সংগৃহীত ছবি

দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চলে গেলেন কালজয়ী গান ‘এই পদ্মা এই মেঘনা’র গীতিকার ও সুরকার আবু জাফর। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন লোক–গবেষক সাইমন জাকারিয়া।

আবু জাফরের বয়সজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। চুয়াডাঙ্গা জেলার কুমারখালী উপজেলার কাঞ্চনপুর গ্রামে জন্ম নেওয়া এই শিল্পী ছিলেন একাধারে গীতিকার, সুরকার, কবি ও সংগীতশিল্পী। তিনি চুয়াডাঙ্গা কলেজ এবং কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশাত্মবোধক গান থেকে আধুনিক সংগীত—সব ক্ষেত্রেই ছিল তার দখল। শ্রোতাদের মনে আজও অমলিন ‘এই পদ্মা এই মেঘনা’। এই গান বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল।

গান ছাড়াও আবু জাফর সাহিত্যজগতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার রচিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘রাত্রি পুরোনো দিন’, ‘বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব’ এবং অনুবাদগ্রন্থ ‘বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা’।

তিনি আরও সৃষ্টি করেছেন কালজয়ী গান, যেমন ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’ এবং ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’। এসব গানে নিজের কণ্ঠ দিয়েও মুগ্ধ করেছেন শ্রোতাদের। অনেক গানেই যুগল কণ্ঠ দিয়েছেন তার প্রাক্তন স্ত্রী ফরিদা পারভীন।

আবু জাফরের মৃত্যুতে দেশের সংগীতপ্রেমীরা হারালেন এক মহান শিল্পী ও স্রষ্টাকে। তার সৃষ্টি যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১