বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিনিয়ত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন শুধুমাত্র ইংরেজি ভাষার দক্ষতার অভাবে। প্রবাসীদের অভিজ্ঞতা ও দক্ষতা থাকা সত্ত্বেও ভাষাগত সীমাবদ্ধতা তাদের সঠিক গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ করছে।
প্রবাসীরা মনে করেন, সরকারের উচিত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া। তারা প্রস্তাব করেছেন, প্রাথমিক পর্যায়ে ইংরেজি ভাষা শিক্ষার জন্য আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের দক্ষ করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা।
বর্তমানে দেশের বহু বেকার ও অভিজ্ঞ শ্রমিক শুধুমাত্র ইংরেজিতে যোগাযোগের অভাবে আন্তর্জাতিক শ্রমবাজার থেকে বাদ পড়ছেন।
প্রবাসীদের দাবি, প্রতিটি গ্রাম থেকে দক্ষ শ্রমিক বাছাই করে প্রাতিষ্ঠানিকভাবে ইংরেজি শেখানো হলে বাংলাদেশের শ্রমশক্তি বৈশ্বিক তালিকায় শীর্ষে উঠে আসতে পারে।
ভুক্তভোগী প্রবাসী ও আন্তর্জাতিক প্রতিনিধি মো. মনিরুজ্জামান জানান, আফ্রিকার শ্রমিকদের অনেকেই কোনো পেশাগত দক্ষতা না থাকলেও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগের কারণে তারা বাংলাদেশি শ্রমিকদের প্রতিযোগিতায় হারিয়ে দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ইংরেজি ভাষা আন্তর্জাতিক শ্রমবাজারে একটি বিশাল শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনের জন্য কর্মক্ষেত্রে ইংরেজির ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি।
প্রবাসীরা মনে করেন, সরকারের উদ্যোগে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তিকে আন্তর্জাতিক শ্রমবাজারে পাঠানো হলে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :