সর্বশেষ :

শুটিং ফ্লোরে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৪ । ৪:০২ অপরাহ্ণ
শুটিং ফ্লোরে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি
সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়ে শুটিং ফ্লোরে ঢুকে পড়েন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ঘটনাটি ঘটে বুধবার (৪ ডিসেম্বর)। শুটিং চলাকালীন নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটক করায় সালমানের কাছে পৌঁছাতে পারেননি তিনি। তবে দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন এবং দাবি করেন, তিনি কুখ্যাত লরেন্স বিষ্ণোইর দলের সদস্য।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে গেছে। তবে এ বিষয়ে এখনও সালমান খান বা তার টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনায় শুটিং ফ্লোরে কাজ করা কলাকুশলীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সালমানের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও সালমান খান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে চিঠি ও ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন। কিন্তু সরাসরি শুটিং ফ্লোরে এমন ঘটনা এই প্রথম। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সত্যিকারের যোগাযোগ আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

ঘটনার পর সালমানের নিরাপত্তায় আরও অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুটিং ফ্লোরের নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং পুরো এলাকা নজরদারির আওতায় রাখা হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১